নাটোর অফিস॥
মহামারী করোনার ছোবলে নাটোরের বড়াইগ্রাম উপজেলার প্রথম মৃত্যুবরণকারী আ’ লীগ নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী শরীফুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। বুধবার দুপুরে এ উপলক্ষে মরহুমের নিজ বাসভবন বনপাড়া পৌর শহরের মহিষভাঙ্গায় কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মরহুমের বড় ভাই বনপাড়া পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি কেএম জাকির হোসেনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী ও ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা, উপজেলা আ’লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি, বিভিন্ন ইউপি’র চেয়ারম্যান, পৌর কাউন্সিলরবৃন্দ, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, ব্যবসায়ী, রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী সহ স্থানীয় জনগণ।
মরহুম শরীফুল ইসলাম বনপাড়া পৌর আ’লীগের সিনিয়র সহ-সভাপতি, নতুন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও একুশ মনি মার্কেটের স্বত্বাধিকারী সহ বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের উপদেষ্টা ছিলেন। গত বছর ২৫ আগস্ট করোনায় আক্রান্ত হয়ে ঢাকা ল্যাব এইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন