নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে ২১ আগষ্ট গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানবন্ধন করেছে উপজেলা, বনপাড়া পৌর আওয়ামীলীগ ও সকলসহযোগি সংগঠণ। শনিবার সকাল ১০টায় নাটোর-পাবনা মহাসড়কে উপজেলার বনপাড়া পৌর গেটে ঘন্টাব্যাপি ওই কর্মসূচি পালিত হয়।
শুরুতেই ২১ আগস্টের গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্বরনে এক মিনিট নিরবতা পালন করা হয়। পরে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তৃতা করেন বনপাড়া পৌর মেয়র ও বনপাড়া শহর আওয়ামীলীগ সভাপতি কেএম জাকির হোসেন, জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানবসম্পদ উন্নয়ণ সম্পাদক অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, বনপাড়া শহর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান সুরাইয়া কলি, ছাত্রলীগ সভাপতি সাহাবুল আলম, সাধারণ সম্পাদক মানিক রায়হান, বনপাড়া শহর ছাত্রলীগ সভাপতি সাকিব সোনার, সাধারণ সম্পাদক আতিকুর রহমান পিয়াস প্রমুখ।