নাটোর অফিস॥
নাটোরে কেন্দ্রীয় আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের সভা অনুষ্ঠিত হয়। রোববার নাটোর ষ্টেশন বাজার ফ্রেন্ডস ক্লাবে অনুষ্ঠিত সভাপতিত্ব করেন চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের সমন্বয়ক অধ্যক্ষ ইব্রাহীম খলীল। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী-২ (সদর) আসনের সাংসদ ফজলে হোসেন বাদশা। শ্রমিকনেতা কামরুল হাসান, কৃষক নেতা মাহামুদুল হাসান মানিক, শ্রমিক নেতা মিজানুর রহমান মিজান, সাইফুল ইসলাম, আব্দুল করিম, বাবু সুকুমার সরকার সহ আখচাষী ও চিনিকল রক্ষা সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ।
সভায় ফজলে হোসেন বাদশা এমপি বলেন বাংলাদেশে চিনিকল, পাটকল বন্ধ করা যাবে না। দেশের ৩ লাখ একর জমিতে আখের উৎপাদন হয়। এর সঙ্গে ১০ লাখ কৃষক ও ১ কোটি খেতমজুর জড়িত। তাদের কথা না ভেবে সরকার চিনিশিল্প নিয়ে বিভ্রান্তিকর সিদ্ধান্ত নিচ্ছে। এটা কোন ভাবেই মেনে নেওয়া হবে না। ফজলে হোসেন বাদশা আরো বলেন, সরকারকে এই সিদ্ধান্ত প্রত্যাহার করে নিতে হবে। অবিলম্বে বন্ধ চিনিকল চালু ও চালু চিনিকলগুলো বন্ধ না করার আহ্বান জানান। সরকার এ দাবি না মানলে তাঁরা রাজপথে নামবেন বলেও তিনি ঘোষণা দেন।
আগামী ২৭ ফেব্রুয়ারি কেন্দ্রীয় শহীদ মিনারে আখচাষী, পাটচাষী, শ্রমিক দের নিয়ে সমাবেশ করা হবে বলে জানান নেতৃবৃন্দ।