নাটোর: একুশে আগস্ট আওয়ামীলীগের মহাসমাবেশে গ্রেনড হামলার প্রতিবাদ এবং নিহতদের স্মরণে শোক র্যালী ও সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ । আজ মঙ্গলবার বেলা ১১ টার দিকে বৃষ্টি উপেক্ষা করে জেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক ও স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের নেতৃত্বে শহরের কান্দিভিটাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে একটি শোক র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে অনুষ্ঠিত সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য জেলা আ’লীগ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক সৈয়দ মোর্ত্তজা বাবলু, জেলা যুবলীগের সাধারন সম্পাদক রুহুল আমীন বিপ্লব ,জেলা ছাত্রলীগের সহ সভাপতি নাদিম খান প্রমুখ।
সমাবেশে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল বলেন, বিএনপি জামায়াত ষড়যন্ত্র করে দেশনেত্রী শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছিল। কিন্তু সেই দিন আল্লাহর রহমতে তিনি প্রাণে বেঁচে যান। নিহত এবং আহত হয় আওয়ামীলীগের বেশ কিছু নেতা কর্মি। এখনো সেই গ্রেনেড হামলার কথা মনে পড়লে চমকে উঠে দেশবাসি। আজও নিহত ও আহতদের পরিবার সেই দিনের ঘটনার যন্ত্রণা বুকে নিয়ে চলছে। সেই দিনের ঘটনার সাথে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন তারা।