নাটোর অফিস॥
নাটোরে বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিবের ৯১ জন্ম দিবসে ৪৯ জন দুঃস্থ নারাীকে সেলাই মেশিন প্রদান করেছে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর। এছাড়া বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ন ও কোরান খানি সহ নানা আয়োজন দিনটি উদযাপন করছে জেলা আওয়ামীলীগ। রোববার সকালে জেলা প্রশাসক শামীম আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে এসব সেলাই মেশিন ও অর্থ বিতরন করেছেন স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল। এসময় আরো ৩০ জনের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা,জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ,পৌর মেয়র উমা চৌধুরী জলি,জেলা কৃষি অধিদপ্তরের উপপরিচালক সুব্রত কুমার সরকার,সমাজসেবা অধিদপÍরের উপপরিচালক ,জজকোর্টের পিপি সিরাজুল ইললাম,অ্যাডভোকেট কামরুল ইসলাম,আওয়ামলিীগ দপ্তর সম্পাদক দীলিপ কুমার দাস প্রমুখ।
এদিকে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের নেতৃতত্বে বঙ্গমাতার প্রতিকৃতিতে পুস্পমাল্য অপর্ন করেছে জেলা আওয়ামীলীগ নেতা কর্মীরা। এসময় জেলা আওয়ামীলীগ,মহিলা লীগ,যুবলীগ,ছাত্রলীগ সহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীরা পরে কোরানখানি,মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। দুপুরে দুঃস্থদের মাঝে উন্নত খাবার বিতরন করা হয়।