নাটোর অফিস ॥
নাটোর সদর হাসপাতালে পিপিই সহ সুরক্ষা সামগ্রী বিতরন করেছে ’বিপন্নের পাশে-নাটোর’ নামের একটি সংগঠন। শনিবার সদর হাসপাতালের সহকারী পরিচালক ঢাঃ পরিতোষ কুমার রায়ের হাতে মাস্ক সহ করোনা সুরক্ষা সামগ্রী তুলে দেন সংগঠনের নেতৃবৃন্দ। এসময় সদর হাসপাতালের আরএমও ডা: মনজুর রহমান, সংগঠনটির যুগ্ম আহ্বায়ক আলতাফ হোসেন ও সদস্য এ্যাডভোকেট সুখময় রায় বিপ্লু, মফিউর রহমান দুদু, এসএম আবুল কাউছার, মোস্তাফিজুর রহমান টুটুল প্রমুখ। আলতাফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। পরে বিপন্নের পাশে নাটোর এর নেতৃবৃন্দ পথচারীদের মাঝে মাস্ক বিতরন করেন।
সংগঠনের আহ্বায়ক মীর আব্দুর রাজ্জাক জানান, “বিপন্নের পাশে” নাটোর-মুলত, করোনা আক্রান্ত মানুষদের বিনামুল্যে অক্সিজেনসহ সুরক্ষা বিতরণ ও সচেতনতামুলক কর্মকান্ড করে থাকে। নাটোরের বিত্তবানদের দানে চলে এই সংগঠনটি। সদর হাসপাতালের সম্মুখযোদ্ধা ডাক্তার ও নার্সদের জন্য পিপিই ও মাস্ক দেওয়া হয়েছে আজ। এরই মধ্যে “বিপন্নের পাশে” নাটোরের মাধ্যমে একশ করোনায় আক্রান্ত মানুষকে বিনামুল্যে অক্সিজেন সরবরাহের মাধ্যমে তাদের বাঁচানোর চেষ্টা করে যাচ্ছেন। শতবর্ষী ভিক্টোরিয়া পাবলিক লাইব্রেরি সহযোগিতায় ও সুশীল সমাজের উদ্যোগে পরিচালিত এই “বিপন্নের পাশে” নাটোর নামের স্বেচ্ছাসেবী সংগঠনটি করোনার দ্বিতীয় ঢেউয়ের পর থেকে স্থানীয় বিত্তবানদের সহযোগিতায় বিভিন্ন কর্মকান্ড পরিচালনা করে আসছে।