নাটোর: নাটোরের হুগোলবাড়িয়া এবং নীচা বাজার এলাকায় কতিপয় পলিথিন ব্যবসায়ী নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও বিক্রির দায়ে ৩ ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জানা যায়, সোমবার সকালে র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি অপারেশন দল মেজর শিবলী মোস্তফা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট জনাব সুমিত সাহার যৌথ নেতৃত্বে নাটোর শহর এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ৫,৩৫,০০০ পিস নিষিদ্ধ পলিথিন (ওজন-১০৭০ কেজি) জব্দ করে নিষিদ্ধ পলিথিন সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে পলিথিন ব্যবসায়ী মিঠু কুমারকে ৪০ হাজার, পবিত্র ঘোসকে ৩০ হাজার এবং পলাশ চন্দ্র সরকারকে ৩০ হাজার টাকা জরিমানা প্রদান করেন। পরে ভ্রাম্যমান আদালতের নির্দেশক্রমে জব্দকৃত নিষিদ্ধ পলিথিন ধ্বংসের জন্য উপ-পরিচালক পরিবেশ অধিদপ্তর, রাজশাহী বরাবর প্রেরণ করা হয়।