নাটোর অফিস ॥
নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুলের মরহুম পিতা হাসান আলী সরদারকে রাজাকার বলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে মুক্তিযোদ্ধারা। বুধবার সকালে শহরের ভবানীগঞ্জ এলাকায় জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার দাবিদার বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান। লিখিত বক্তব্যে বলা হয়, গত ২৫ জুলাই এক সংবাদ সম্মেলনে নবগঠিত স্বেচ্ছাসেবক লীগ নেতারা স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক শফিকুল ইসলাম শিমুলের মরহুম পিতা হাসান আলী সরদারকে রাজাকার বলে মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন তথ্য উপস্থাপন করেন। তারা সুপরিকল্পিতভাবে সংসদ সদস্য শিমুলের বিরুদ্ধে অবস্থান নিয়ে এমন মিথ্যাচার করছেন বলে দাবী করেন। প্রকৃতপক্ষে মরহুম হাসান আলী সরদার ৭১ এর মুক্তিযুদ্ধকালীন সময় মুক্তিযোদ্ধাদের খাদ্য, ঔষুধ, আশ্রয়সহ নগদ অর্থ সহায়তা দিয়ে মুক্তিযোদ্ধাদের পাশে ছিলেন। তিনি স্বাধীনতার স্বপক্ষে মুক্তিযোদ্ধদের সহায়তাকারী বন্ধু ছিলেন। ভবিৎষতে এমন মিথ্যাচার মুক্তিযোদ্ধারা কিছুতেই মেন নেবে না বলে হুশিয়ারি করেন মুক্তিযোদ্ধারা।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে হোসেন আলী,সিরাজুল ইসলাম,নজের আলী দুদু, মহিতোষ কুমার প্রমুখ বীর মুক্তিযোদ্ধা উপস্থিত ছিলেন।