নাটোর অফিস ॥
নাটোর র্যাব-৫ এর একটি দল বিপুল পরিমান এক হাজার টাকার কাগুজে জাল নোট উদ্ধার করা হয়। শাহিনুরকে শনিবার রাতে নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার নাকলাই গ্রাম থেকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থেকে ২০ লাখ ৮৮ হাজার টাকার কাগুজে জালনোট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত শাহিনুর চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার রহনপুর নুনগোলা বাসস্ট্যান্ড এলাকারমৃত ইদ্রিস আলীর ছেলে। রোববার সিপিসি,নাটোর র্যাব-৫ এর ক্যাম্পে এক প্রেস ব্রিফিংয়ে র্যাব-৫ রাজশাহী এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক তালুকদার বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস ব্রিফিংয়ে লেফটেন্যান্ট কর্নেল জিয়াউল হক তালুকদার বলেন, কোরবানী ঈদকে ঘিরে জাল নোট জালিয়াত চক্র সক্রিয় হয়ে উঠেছে। গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শনিবার রাতে র্যাবের নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর সানরিয়া চৌধুরীর নেতৃত্বে নওগাঁর নিয়ামতপুর উপজেলার নাকইল গ্রামের জোনাকির মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকা থেকে ২০ লাখ আশি হাজার টাকা সমমূল্যের ২০৮৮ টি এক হাজার টাকার জাল নোট সহ শাহিনুর রহমান ওরফে হায়দারকে আটক করা হয়। আটককৃত শাহিনুর রহমানের বিরুদ্ধে নওগাঁ জেলার নিয়ামতপুর থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে।
প্রেস ব্রিফিংয়ে র্যাব-৫ নাটোর ক্যাম্পের কমান্ডার মেজর সানরিয়া চৌধুরী সহ অন্যন্যরা উপস্থিত ছিলেন।