নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার নিজস্ব অর্থায়নে পৌর এলাকায় কর্মরত ১০১ জন খতিব, ইমাম ও মুয়াজ্জিনকে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্মাণী বিতরণ করা হয়েছে। এরমধ্যে ১৫ জন খতিব ও ৪৮জন ইমামকে এক হাজার ৫০০ টাকা এবং ৩৮ জন মুয়াজ্জিনকে এক হাজার টাকা করে মোট এক লাখ ৩২ হাজার ৫০০ টাকা বিতরণ করা হয়েছে।
পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেন তাদের হাতে সম্মানির টাকা তুলে দেন। পৌর সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে বক্তৃতা করেন মেয়র কেএম জাকির হোসেন, কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ, আতাউর রহমান, শহীদুল ইসলাম, শরিফুন্নেসা শিরিন, শামসুন্নাহার, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন, ইমাম কমিটির সভাপতি অধ্যক্ষ মোয়াজ্জেম হোসাইন, সম্পাদক হাফেজ আব্দুল মান্নান, মুক্তিযোদ্ধা শামসুল হক, আবুল খায়ের খান প্রমূখ।