নাটোর অফিস ॥
নাটোরের সিংড়া ও বাগাতিপাড়ায় প্রধানমন্ত্রী প্রদত্ত আশ্রায়ন প্রকল্পের ঘর পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার হুমায়ুন কবির। আজ সোমবার সিংড়া উপজেলার লালোর আতাইকুলা ও তাজপুর ইউনিয়নের তাজপুর এলাকার ঘর পরিদর্শন করেন। এসময় জেলা প্রশাসক শামীম আহমেদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, নিবার্হী অফিসার সামিউল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার মোঃ রকিবুল হাসান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার আল-আমিন সরকার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি শেখ ওহিদুর রহমান,উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক রুহুল আমিন,লালোর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রুবেল হোসেন এবং তাজপুর ইউপি চেয়ারম্যান মিনহাজ সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এসময় বিভাগীয় কমিশনার ডাঃ হুমায়ন কবির সুবিধা ভোগী পরিবারে সাথে কথা বলেন এবং তাদের সংসার জীবনের খোঁজ খবর নেন। পরে প্রশাসনের পক্ষ থেকে সুবিধাভোগী ৮টি পরিবারের মাঝে ২ কেজি চিড়া,৫শত গ্রাম নুডস, ১ কেজি করে চাল,ডাল,চিনি,তেল সহ ১৬ কেজির একটি খাদ্য সামগ্রীর প্যাকেজ বিতরণ করা হয়।