নাটোর অফিস॥
নাটোরের বনপাড়া পৌরসভায় মহামারি করোনায় নিহতদের দাফনের কাজ করার জন্য মুসলিম, হিন্দু ও খ্রিস্টান সম্প্রদায়ের ধর্মীয় নেতা-সেচ্ছাসেবকদের মাঝে পারসোনাল প্রোটেক্ট ইকুইপমেন্ট (পিপিই) বিতরণ করা হয়েছে। সোমবার সকালে পৌর মিলনায়তনে মেয়র কেএম জাকির হোসেন তাদের হাতে ওই পিপিই ও সুরক্ষা সামগ্রী তুলে দেন।
পৌর সচিব আব্দুল হাইয়ের সঞ্চালনায় বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাউন্সিলর মোস্তাফিজুর রহমান মাসুদ, আতাউর রহমানঅধ্যক্ষ মাওলানা মোয়াজ্জেম হোসাইন , হিন্দুদের পক্ষে ধীরেন্দ্র নাথ সাহা, বাবু জয়ন্ত কুমার, হিসাবরক্ষণ কর্মকর্তা দেলোয়ার হোসেন প্রমূখ।