নাটোর অফিস॥
নাটোর সদর হাসপাতালে ২৪ ঘন্টায় করোনাসহ উপসর্গে ৩ জন মারা গেছে। করোনায় আক্রান্ত নলডাঙ্গার সোনাপাতিল গ্রামের আব্দুস সালাম (৫০) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এবং করোনা উপসর্গে বাতিপাড়ার আব্দুস সাত্তার (৬০) ও শহরের কান্দিভিটা এলাকার বৃদ্ধা আনোয়ারা (৭০) মারা যান।
সদর হাসপাতালের সহকারী পরিচালক ডাঃ পরিতোষ কুমার রায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই তিনজনের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে সদর হাসপাতালে উপসর্গসহ করোনা আক্রান্ত ৭৭ জন ভর্তি রয়েছেন।
এদিকে গত ২৪ ঘন্টায় নাটোরে নতুন করে ১৩২ জন আক্রান্ত হয়েছে। ৩৩৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। সংক্রমনের হার ৩৯.৫২ শতাংশ। যা গতদিনের চেয়ে ২.৩৮ শতাংশ বেশী। জেলায় মোট আক্রান্ত ৩৯১২জন। সুস্থ্য হয়েছেন ১৭৫৪ জন। জেলায় মোট মৃত্যু ৫৪ জন।
সিভিল সার্জন ডাঃ মিজানুর রহমান জানান, ৩৩৪ জনের মধ্যে র্যাপিড এন্টিজেনে ৩০০ জনের নমুনা পরীক্ষা করে ১১৪ জনের পজেটিভ এবং জিন এক্সপার্ট মেশিনে ৩৪ জনের নমুনা পরীক্ষা করে ১৮ জনের রেজাল্ট পজেটিভ আসে।