নাটোরে মাদক সেবন ও বিক্রির দায়ে ১১জনকে আটক করার পর বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছে র্যাবের ভ্রাম্যমান আদালত। র্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের স্কোয়াড কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেন জানান, র্যাবের একটি দল বৃহস্পতিবার সন্ধ্যার পর সদর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক বিক্রি ও সেবনের সময় ১১ মজনকে হাতে নাতে আটক করা হয়। এসময় ১২ পিস এ্যামফিটামিন ট্যাবলেট-ও পাঁচ লিটার চোলাই মদ জব্দ করা হয়। পরে র্যাবের ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ নাজমুল আলম আদালতে হাজির করা হলে আটককৃতদের প্রত্যেককে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়ে কারারে প্রেরনের আদেশ দেন। সাজাপ্রপ্তরা হলো মোঃ আলিম (৩৫), শাহিনুল ইসলাম (২৫),মোঃ লিটন (২৮), প্রনব কর্মকার (৩২), জনী ব্যাপারী (২২), অন্তর ব্যাপারী (২১), রাজু দাস (৩৫), উত্তম দাস (৬০), নির্মল কুমার সরকার (৪০), মোঃ মুন্না (২২), ও মোঃ কায়সার (২৫)। পরে ভ্রাম্যমান আদালতের নির্দেশে উদ্ধারকৃত আলামত ধ্বংস করা হয়।থবর বিজ্ঞপ্তির।