নাটোর অফিস ॥
নাটোর সদর হাসপাতালে গতরাতে জয়দেব চন্দ্র (৪২) নামে আরো এক বক্তি করোনায় মারা গেছেন। শুক্রবার রাতে তিনি মারা যান। এনিয়ে নাটোরে মোট মৃত্যু ৪২ জন। এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে ২৮ জন আক্রান্ত হয়েছে। নমুনা পরীক্ষা করা হয়েছে ৭৪ জনের। সংক্রমনের হার ৩৭.৮৩ শতাংশ। জেলায় মোট আক্রান্ত ২৫৯৫ জন। সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৪২ জন। এছাড়া হোম কোয়ান্টোইনে রয়েছেন ৯৫২ জন।
নাটোর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: মনজুর রহমান শক্রবার রাতে হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় জয়দেব চন্দ্র মারা যায় বলে নিশ্চিত করেন। তিনি জানান, শুক্রবার রাত সাড়ে ১১ টার দিকে তিনি মারা যান। মৃত ব্যক্তি হলেন সদর উপজেলার বড় হরিশপুর এলাকার কানাই চন্দ্রের ছেলে জয়দেব চন্দ্র।
এদিকে নাটোর ও সিংড়া পৌরসভায় দ্বিতীয় দফা লকডাউনের চতুর্থ দিনেও সকাল থেকে শহরের গুরুত্বপুর্ন এলাকায় শক্ত অবস্থান নিয়েছে আইন শৃংখলা বাহিনীর সদস্যরা। তবে শুক্রবার রাত থেকে শুরু হওয়া টানা বৃষ্টির কারনে শহরে মানুষের উপস্থিতি কিছুটা কম।