নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রাম উপজেলার আওতাধীন জনপ্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, ইমাম ও স্থাণীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের অংশ গ্রহণে দিনব্যাপি ভূমি ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা অডিটোরিয়ামে স্থাণীয় সরকার বিভাগ এবং জাইকার উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ সমাজ কল্যাণ কমিটি এর আয়োজন করে।
ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে কর্মশালায় ১০৭ জন প্রতিনিধি অংশ গ্রহণ করেন। কর্মশালায় ভূমি আইন, ভূমি ব্যবস্থাপনার ডিজিটালাইজেশন এবং ডিজিটাল পদ্ধতিতে নামজারি, উন্নয়ন কর পরিশোধ ও কর পরিশোধের জন্য নিবন্ধন বিষয়ে ধারণা দেয়া হয়।
অনুষ্ঠানে অনলাইন প্লাটফর্মে প্রধান আলোচক হিসেবে যুক্ত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আশরাফুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, মহিলা ভাইসচেয়ারম্যান সুরাইয়া আক্তার কলি, সহকারী প্রোগরামার আব্দুর রহমান আনছারী, সমাজসেবা কর্মকর্তা সোহেল রানা, উপজেলা উন্নয়ন কর্মকর্তা (জাইকা) শাহীন ওয়াজ সরকার, কানুনগো রুহুল আমিন প্রমুখ।