নাটোর অফিস॥
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি সিংড়ার করোনা পরিস্থিতি নিয়ে সার্বক্ষনিক খোঁজ রাখছেন এবং প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশনা দিচ্ছেন। প্রতিমন্ত্রী প্রায় প্রতিদিনই সিংড়া উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম ,পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস ,ডায়াবেটিস হাসপাতালের সাধারন সম্পাদক মওলানা রহুল আমিন সহ স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে যোগাযোগ রক্ষা করে চলেছেন।
বুধবার বিকেলে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি সিংড়ার করোনা পরিস্থিতি সম্পর্কে পর্যালোচনা এবং ত্রান বিতরণ সম্পর্কে ভার্চুয়াল মতবিনিময় সভা করেন। ভার্চুয়াল ওই মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার সামিউল ইসলাম, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, প্রকল্প কর্মকর্তা আল আমিন এবং আওয়ামীলীগ নেতা ও উপজেলা ডায়াবেটিস হাসপাতালের সাধারন সম্পাদক মওলানা রুহল আমিন অংশ নেন। প্রতিমন্ত্রী পলক তাদের সাথে করোনা পরিস্থিতি এবং ত্রান বিতরণ নিয়ে মতবিনিময় করেন। প্রতিমন্ত্রী তাদের কাছে করোনার বর্তমান পরিস্থিতি এবং ত্রাণ বিতরণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানার পর প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি জেলা প্রশাসনের ঘেষিত করোনার সংক্রমন প্রতিরোধে কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে সর্বাত্মক সহযোগীতার নির্দেশ দেন।