নাটোর অফিস ॥
নাটোরে গত দু’দিন ধরে চলছে ঘোষিত বিশেষ লকডাউন। করোনা সংক্রমন বেড়ে যাওয়ায় বুধবার থেকে ৭ দিনের বিশেষ লকডাউন ঘোষনা করেছে জেলা প্রশাসন। এরই মাঝে কর্মহীন হয়ে পড়েছেন বিভিন্ন এলাকার বেশ কিছু মানুষ । এমনই কয়েকজন মানুষ ৩৩৩ নম্বরে ফোন দিয়ে খাদ্য সহায়তা চান। ওই ফোন কল পাওয়ার পর সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম তাদের মাঝে খাদ্য সহায়তা বিতরন করেন। বৃহস্পতিবার সকালে আবেদনকারীদের উপজেলা চত্বরে ডেকে নিয়ে এসব খাদ্য ত্রান বিতরন করেন।
সদর উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলম বলেন,বৃহস্পতিবার সকাল ১০টার দিকে ৩৩৩ নম্বরে ফোন করে খাদ্য সহায়তার আবেদন করা হয়। ফোনকল পাওয়ার পর খাদ্য সহায়তা চাওয়া কর্মহীন এসব ৭০ জন মানুষকে উপজেলা চত্বরে ডেকে নিয়ে প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের খাদ্য সামগ্রী তুলে দেয়া হয়। তিনি আরো বলেন,যারা প্রকৃত কর্মহীন ,যাদের ঘরে খাবার নেই, তাদের জন্য বর্তমান শেখ হাসিনার সরকার লকডাউনের এই কঠিন সময় সহ সব সময়ই পাশে রয়েছে এবং থাকবে।