নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে মহামারী করোনার ছোবল থেকে নিজেদের সুরক্ষায় স্বাস্থ্য দপ্তর ঘোষিত বিধি নিষেধ কঠোর ভাবে প্রতিপালন নিশ্চিত করতে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে যথাযথ স্বাস্থ্য বিধি অনুসরণ পূর্বক বনপাড়া পৌর সভায় ওই সভা অনুষ্ঠিত হয়।
বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেনের সভাপতিত্বে আয়োজিত সভায় সিদ্ধান্ত হয় উপজেলার সকল প্রবেশ দ্বারে চেকপোষ্ট বসিয়ে মাস্ক বিহীন কোন মানুষকে প্রবেশ করতে দেয়া হবে না। সকল প্রকার ব্যবসায়ীক, দাপ্তরিক কার্মকান্ডের সেবা গ্রহণের ক্ষেত্রে বাধ্যতা মূলক মাস্ক পড়তে হবে। যারা নমুনা পরীক্ষার মাধ্যমে পজেটিভ হবেন তাদেরকে কঠোরভাবে হোম কোয়ারেন্টিন পালনে বাধ্য করা হবে। এসকল কর্মকান্ড বাস্তবায়নে পুলিশ প্রশাসন ও জনপ্রতিনিধি যৌথ ভাবে কাজ করবেন।
অনুষ্ঠানে বক্তৃতা করেন হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম, বনপাড়া তদন্ত কেন্দ্রের উনচার্জ ইন্সপেক্টর রাশেদুল আলম, উপজেলা বাস মালিক সমিতির সম্পাদক আব্দুল করিম, বণিক সমিতির যুগ্মসম্পাদক খলিল গাজী, পৌর সচিব আব্দুল হাই. কাউন্সিলর শিরিন, মোহিত, শহীদুল ইসলাম, সমাজসেবক আকবর আলী মৃধা, বড়াইগ্রাম প্রেস ক্লাব সভাপতি আশরাফুল ইসলাম প্রমুখ।