নাটোর অফিস ॥
নাটোরের বাগাতিপাড়ায় ভেকু মেসিন বহনকারী লরির ডালার আঘাতে আরাফাত নামে আট বছরের এক শিশু নিহত হয়েছে। আজ শুক্রবার সকাল ৮ টার দিকে উপজেলার তমালতলা বাজার এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে। নিহত আরাফাত উপজেলার চক হরিরামপুর গ্রামের দিনমজুর শাজাহান আলীর ছেলে এবং নূরপুর মালঞ্চি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দ্বিতীয় শ্রেণির ছাত্র।
পুলিশ ও প্রত্যক্ষদর্শিরা জানায়, আজ শনিবার সকাল ৮টার দিকে শিশু আরাফাত তমালতলা বাজারে আমের আড়তে কর্মরত তার দিনমজুর বাবা শাজাহানকে খাবার দিয়ে বাড়ি ফিরছির। ফেরার পথে ত,ালতলা বাজার এলাকায় ভেকু বহনকারী লরির ডালার আঘাতে নিচে চাপা পড়ে। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বাগাতিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।