নাটোর অফিস ॥
নাটোরে ২৪ ঘন্টায় করোনায় আরো একজনের মৃত্যুসহ নতুন করে ১৪ জন আক্রান্ত হয়েছেন। শহরের কানাইখালী এলাকার মৌসুমী বেগম নামে ৫০ বছর বয়সী এক নারী রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেলে মারা গেছেন। ২৯ জনের নমুনা পরীক্ষা করে ১৪ জনের শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। গেল ২৪ ঘণ্টায় সংক্রমনের হার ৪৮ শতাংশ। বুধবার এই হার ছিল ৫১ শতাংশ।
এদিকে বৃহস্পতিবার সকাল থেকেই স্বাস্থ্যবিধি কঠোরভাবে বাস্তবায়নের লক্ষে পুলিশসহ জেলা প্রশাসন রাজপথে অবস্থান করেন। পুলিশ সদস্যরা শহরের বেশ কিছু গলিপথে চলাচল সীমিত করতে বাঁশ টানিয়ে দেয়।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ বলেন, স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে কঠোর নির্দেশনায় একাধিক মোবাইল টিম কাজ করছে। এছাড়া পৌরসভা,উপজেলা প্রশাসন, পুলিশসহ তথ্য অফিসের পক্ষে মাইকিং করে সকলকে স্বাস্থ্যবিধি মানতে নির্দেশ প্রদান করা হচ্ছে। যদিও বা গত কয়েকদিনের তুলনায় সংক্রমণের হার কমার দিকে তবুও স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে অবস্থার পরিবর্তন না হলে করোনা প্রতিরোধ কমিটির সাথে বৈঠক করে পরবর্তী কঠোর সিদ্ধান্ত নেয়া হতে পারে।