নাটোর অফিস॥
নাটোরের লালপুরের ফুটবলার মনা (২৫) হিটস্ট্রোকে মৃত্যুবরণ করেছেন। বুধবার বিকেলে ফুটবল খেলতে গিয়ে হিটস্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন মনা। ফুটবলার মনা লালপুর উপজেলার দক্ষিণ লালপুর গ্রামের শ্রী কার্ত্তিক চন্দ্র দাসের ছেলে।
জেলা ক্রিড়া সংস্থার সাবেক সাধারন সম্পাদক সৈয়দ মোস্তাক আলী মুকুল ফুটবলার মনার মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, মনা প্রতিদিেিনর মত ফুটবল খেলতে (প্রাকটিস) বুধবার বিকেলে বাড়ির পাশের লালপুর মহাবিদ্যালয় (কলেজ) মাঠে গিয়ে সতীর্থদের সাথে খেলায় অংশ নেয়। একপর্যায়ে তীব্র গরমে অসুস্থ হয়ে পড়ে মনা। এসময় হিটস্ট্রোকে আক্রান্ত হলে সতীর্থরা তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
মনার স্বজনরা জানান, ডাক্তারের মৃত ঘোষনার পর তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। বাড়িতে নেওয়ার পর মনা নড়ে ওঠে এবং নিঃশ্বাস নিতে থাকে। এ অবস্থায় তাকে পুনরায় হাসপাতালে নেয়া হলে পরীক্ষা নিরিক্ষা করার পর কর্তব্যরত ডাক্তার রাত সাড়ে ৭টার দিকে তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে ফুটবলার মনার আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছাড়া নেমে আসে। সতীর্থরা কান্নায় ভেঙ্গে পড়েন। জেলা ও উপজেলা ক্রিড়া সংস্থার নেতৃবৃন্দ তার মৃত্যুতে শোক জ্ঞাপন সহ শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।