সিংড়ায় সাংবাদিক মানিকের ওপর হামলাকারীর গ্রেফতার দাবীতে মানববন্ধন

নাটোর অফিস॥
নাটোরের সিংড়ার চামারী গ্রামে পেশাগত দায়িত্ব পালনকালে স্থানীয় সাংবাদিক মহিদুল ইসলাম মানিকের ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী, সহকর্মি ও স্বজনরা।
আজ মঙ্গলবার সকালে সিংড়ার চামারী ইউনিয়ন পরিষদের সামনে এলাকার শতশত মানুষ এই মানববন্ধনে অংশ নেন। এতে বক্তব্য রাখেন সাংবাদিক মহিদুল ইসলাম মানিক, সিংড়া মডেল প্রেসক্লাবের সভাপতি রাজু আহমেদসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় তারা বলেন, গত ৭ মে পেশাগত দায়িত্ব পালন শেষে উপজেলা সদর থেকে বাড়ি ফেরার পথে সিংড়ার সোনাপুর এলাকায় পৌছলে স্থানীয় আওয়ামীলীগ নেতা চেয়ারম্যান প্রার্থী রবিউল ইসলাম রবির সমর্থকরা মানিকের উপর চড়াও হয়ে হাতুড়ি পেটা করে আহত করে।
সাংবাদিক মানিকের দাবী তিনি রবির কিছু দূর্নীতির তথ্য পেয়ে তা নিয়ে খোজ করায় এ হামলা করা হয়। এ ঘটনায় মামলা করার পরও কোন আসামীকে গ্রেফতার করা হয়নি। পুলিশের ভূমিকা রহস্যজনক বলে দাবী করেন তারা। অবিলম্বে এলাকার এসব চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারের দাবী করেন নির্যাতনের শিকার সাংবাদিক সমাজসহ এলাকাবাসী।

 

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *