বড়াইগ্রাম: নাটোরের বড়াইগ্রামে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে বঙ্গবন্ধুর ৪৩তম শাহাদৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস। বুধবার সকাল ১০টায় বনপড়াস্থ বাইপাস মোড়ে বঙ্গবন্ধুর মূর্যালে নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস ও পরে উপজেলা পরিষদ চেয়ারমান ও জেলা আ.লীগের স্বাস্থ্য-জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু করেন। এরপর দীর্ঘ এক শোক র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে জনসমাবেশে মিলিত হয়। সেখানে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) অভিজিৎ বসাকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন প্রধান অতিথি আব্দুল কুদ্দুস এমপি ও অন্যদের মধ্যে বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, উপজেলা আ.লীগের সভাপতি আব্দুল জলিল প্রামাণিক, সাধারণ সম্পাদক এড. মিজানুর রহমান, শেখ ফজিলাতুন্নেছা মুজিব অনার্স মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লা প্রমূখ। সভা শেষে প্রধান অতিথি যুবকদের মধ্যে আতœ-কর্মসংস্থানের জন্য যুবঋণ বিতরণ করেন। সবশেষে পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধুর কর্মময় জীবনের উপর এক প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।