নাটোর: তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, ‘১৯৭৫ সালে বিশ্বমোড়লদের ষড়যন্ত্রে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্যদিয়ে প্রতিবাদের কণ্ঠস্বর স্তদ্ধ করা হয়েছিল। ১৫ই আগস্ট বঙ্গবন্ধুকে হত্যার পর তাঁর মৃতদেহটেকেও সেদিন চুড়ান্তভাবে অপমান করা হয়েছিল। জাতিক জনককে হত্যা করা হয়েছে কিন্ত তার আদর্শকে হত্য করা যায়নি। এদেশের মাটি জাতির জনকের রক্তে ভেজা। জাতির জনকের রক্তের ঋণ কোনদিন শোধ করা সম্ভব না। তাই তাঁর স্বপগুলো কর্মের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে।’
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে সিংড়া উপজেলা প্রশাসন আয়োজিত শোকসভায় বক্তৃতাকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধুকে হত্যার পর বিভিন্ন সরকার রাষ্ট্রক্ষমতায় থাকলেও তাঁর প্রতি শ্রদ্ধা জানিয়ে চলনবিলে কোন শিক্ষা প্রতিষ্ঠান নামকরণ করা হয়নি। জাতির জনকের মহান আতœত্যাগের বিষয়ে জানতে দেয়া হয়নি কয়েক প্রজন্মকে। উল্টো করা হয়েছে ইতিহাস বিকৃতি আর মিথ্যাচার। ২০০৮ সালে রাষ্ট্রক্ষমতায় আসার পর আ’লীগ সরকার নতুন প্রজন্মের মধ্যে জাতির জনকের মহান আতœত্যাগ ও সংগ্রামমুখর দেশপ্রেমের বিবরণ জানাতে উদ্যোগ নিয়েছে। জাতির জনকের সম্পর্কে তারা নতুন করে জানতে পারছে।’
বঙ্গবন্ধু তাঁর জীবদ্দশায় বাংলাদেশের জন্য স্বাধীনতা ও রাজনৈতিক মুক্তি এনে দিয়েছেন জানিয়ে পলক বলেন, ‘এবারের মুক্তি অর্থনৈতিক। জাতির জনকের যোগ্য উত্তরসুরী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই আসবে বাংলার মানুষের অর্থনৈতিক মুক্তি। বঙ্গবন্ধুর অসমাপ্ত স্বপ্নগুলো বাস্তবায়ন করবেন শেখ হাসিনা।’
শোকসভায় অনান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতো, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম, রবিন্দ্রগবেষক আশরাফুল ইসলামসহ উপজেলা আ’লীগ ও এর সহযোগী সংগঠনের নেতদৃবৃন্দ।
সভাশেষে শোক দিবস উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন পলক।