নাটোর অফিস ॥
নাটোরের সিংড়া ও গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে কোভিড-১৯ রোগ নির্ণয় কার্যক্রমের জন্য দু’টি জিন এক্সপার্ট মেশিন বসানো হয়েছে। মঙ্গলবার সিংড়া উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের মেশিন স্থাপনে আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এছাড়া একই সময়ে অপর জিন এক্সপার্ট মেশিনটি গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে স্থাপন করা হয়। এ দু’টি সহ জেলায় তিনটি জিন এক্সপার্ট মেশিন চালু হলো। এর আগে গত বছরের ২৯ অক্টোবর নাটোর সদর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে জিন এক্সপার্ট মেশিন স্থাপন করা হয়।
নাটোর সিভিল সাজন অফিসের সিনিয়র মেডিকেল টেকনোলজিষ্ট (ল্যাব) হাফিজার রহমান জানান,এই তিনটি মেশিনের সাহায্যে প্রতিদিন ৬০ জনের নমুনা পরীক্ষা করা সম্ভব।
এদিকে নাটোর সদর হাসপাতালে করোনা রোগীদের জন্য ৩১ আসনের ব্যবস্থা থাকলেও এখনও অক্সিজেন সেন্টার সাপ্লাই ব্যবস্থা এখনও সম্পন্ন হয়নি।১টি হাইফ্লোনেজল কেনোলা ও ২টি ভেন্টিরেটর সহ আইসিইউ থাকলেও জনবলের অভাবে তা এখনও চালু করা যায়নি।
নাটোর সিভির সার্জন অফিস সুত্রে জানা যায়, নাটোরে গত ২৪ ঘন্টায় ৭৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৬ জনের রেজাল্ট পজেটিভ এসেচে। জেলায় এপর্যন্ত ১৫৩৫ জন করোনায় আক্রান্ত হন। এপর্যন্ত সুস্থ্য হয়েছেন ১৩৪৪ জন। মৃত্যুবরন করেছেন ১৮ জন। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ১১ জন। এছাড়া হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ১৬২ জন।
নাটোরের সিভিল সার্জন ডাঃ কাজী মিজানুর রহমান জানান, আগামী ১৫ দিনের মধ্যে নাটোর সদর হাসপাতালে সেন্টার অক্সিজেন সাপ্লাই কার্যক্রম শুরু হবে। এছাড়া এই সময়ের মধ্যে নাটোরে একটি পিসিআর মেশিন স্থাপনেরও সম্ভাবনা রয়েছে।