নাটোর অফিস॥
নাটোরে ১৪৪ পিচ ইয়াবা ট্যাবলেট সহ স্বামী-স্ত্রীকে আটক করেছে র্যাব। রোববার দুপুরে শহরের কানাইখালী দক্ষিন পটুয়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় একটি মোটর সাইকেল জব্দ করা হয়। আটককৃতরা হলেন,শহরের কানাইখালী দক্ষিন পটুয়াপাড়া এলাকার মৃক গাফ্ফারের ছেলে শাহিন হোসেন (৩২) এবং শাহিনের স্ত্রী ফারজানা আক্তার সাথী (২৬)।
সিপিসি-২, র্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পাণী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাউদ্দিন ইয়াবা সহ দুই জনকে আটকের সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা দির্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার মাধ্যমে যুব সমাজকে বিপদগামী করে আসছিল। তাদের বিরুদ্ধে সদর থানায় মামলা রুজু করা হয়েছে।