নাটোর অফিস॥
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ভেজাল গুড় তৈরী, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে রবিউল ইসলাম (৬০) নামে এক ব্যক্তিকে আটক করে র্যাব। শুক্রবার দুপুরে লালপুর উপজেলার পুরাতন ইশ^রদী ইয়ারপোর্ট মোড়স্থ সর্দার মার্কেট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে র্যাব-৫ এর একটি দল। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে রবিউল ইসলামকে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিষ্ট্রেট লালপুর উপজেলা সহকারি কমিশনার (ভুমি) শাম্মী আক্তার এই আদেশ দিয়েছেন। এছাড়া আলামত হিসেবে জব্দকৃত ৯০০ কেজি চিনি আদালতের নির্দেশে ৫০ হাজার ৪শ টাকায় বিক্রিলব্ধ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। দন্ডপ্রাপ্ত রবিউল ইসলাম লালপুর উপজেলার পুরাতন ঈশ্বরদী ইয়ারপোর্টমোড় এলাকার মৃত আফজাল হোসেনের ছেলে।
সিপিসি-২, র্যাব নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মির্জা সালাহউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকাল ১১ টার দিকে তার নেতৃত্বে র্যাবের একটি দল লালপুর উপজেলার পুরাতন ইশ^রদী ইয়ারপোর্ট মোড়স্থ সর্দার মার্কেট এলাকায় অভিযান চালায়। অভিযানকালে ১২ হাজার কেজি ভেজাল গুড়, ১০ কেজি সাদা আটা,১২ কেজি ফিটকিরি ও ৯শ কেজি চিনি জব্দ করা হয়। এসময় ভেজাল তৈরি,সংরক্ষন ও বিক্রির অপরাধে রবিউল ইসলামকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেট , সহকারী কমিশনার (ভুমি) শাম্মী আক্তারের আদালত পরিচালনা করে তাকে তিনমাসের কারাদন্ড সহ জরিমানা করা হয়। এসময় জব্দকৃত মালামালের কিছু ধংস করা হয়।