নাটোর অফিস॥
নাটোরের লালপুরে অনুমোদনহীন ভাটা স্থাপন ও ইট প্রস্তুত করায় জাহাঙ্গীর আলম নামে একব্যক্তিকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০ লাখ টাকা অর্থদন্ড দেয়া হয়েছে। অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়। সোমবার দুপুরে জেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নের ঢুষপাড়া গ্রামে অভিযান চালিয়ে এই দন্ডাদেশ দিয়েছেন।
জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লালপুর উপজেলার ঢুষপাড়া গ্রামে লাইসেন্স গ্রহণ ব্যতীত নতুন ইটভাটা স্থাপন করে ইট প্রস্তুত করায় ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩(সংশোধিত ২০১৯) ধারায় জনৈক জাহাঙ্গীর আলমকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড এবং ১০ লাখ টাকা অর্থদন্ড করা হয়। অনাদায়ে আরো তিন মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দয়ো হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এই অভিযান পরিচালিত হয়।