নাটোর অফিস ॥
আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন,ঢাকায় করোনা রোগি না পাঠিয়ে জেলা ও উপজলো হাসপাতালে চিকিৎসা নিশ্চিত করা গেলে করোনায় মৃত্যুর হার ঠকোনো সম্ভব হবে। বুধবার দুপুরে নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্বোধনকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেছেন। প্রতিমন্ত্রী পলক জুম প্লাট ফর্মের মাধ্যমে যুক্ত হয়ে সেন্ট্রাল অক্সিজেন সরবরাহের উদ্বোধন করেন।
জেলা প্রশাসক মো: শহরিয়াজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন স্বাস্থ্য অধিদপ্তররে মহাপরিচালক ডা. খুরশিদ আলম, সিভিল র্সাজন ডা. কাজী মিজানুর রহমান প্রমুখ।