নাটোর অফিস॥
নাটোরের দিঘাপতিয়া এমকে কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাককে সভাপতি ও এনজিও প্রতিনিধি শিবলী সাদিককে সাধারণ সম্পাদক করে ২০ সদস্য বিশিষ্ট নাটোর ডিস্ট্রিক পলিসি ফোরাম গঠন করা হয়েছে। সোমবার ব্রিটিশ কাউন্সিল কর্তৃক বাস্তবায়নকৃত প্লাটফরমস ফর ডায়ালগ (পিফরডি) প্রকল্পের আয়োজনে ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে এই কমিটি গঠন করা হয়। এই কমিটিতে সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন স্বপ্ন সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি পারভিন আক্তার। ভার্চুয়াল মিটিং এ ডিস্ট্রিক পলিসি ফোরামের সকল সদস্য, ব্রিটিশ কাউন্সিলের পিফরডি প্রকল্পের সিভিল সোসাইটি কো-অর্ডিনেটর মোফাক্কর মোর্শেদ খান চৌধুরী, রিজিওনাল কোঅর্ডিনেটর মীর মোস্তাক আহমেদ, ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর অমর ডি কস্টা উপস্থিত ছিলেন।
ডিস্ট্রিক ফ্যাসিলিটেটর অমর ডি কস্টা বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পৃষ্ঠপোষকতায় ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় এই প্রকল্পটি নাটোর জেলা সহ দেশের ২১টি জেলায় গণতান্ত্রিক অংশীদারিত্ব জোরালো ও জবাবদিহিতার প্রক্রিয়াকে উন্নত করার লক্ষে কাজ করছে।