নাটোর অফিস॥
নাটোরের লালপুরে কালবৈশাখি ঝড় ও শিলাবৃষ্টিতে আম, লিচু, ভুট্টা,আগাম বাঙ্গিসহ বিভিন্ন ফসল ও আধাপাঁকা ঘরবাড়ির ক্ষতির আশংকা করছেন স্থানীয় কৃষিবিদ সহ কৃষকরা।
আজ শুক্রবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলা জুড়ে হঠাৎ করে শুরু হয় ঝড়ো বাতাস ও শিলাবৃষ্টি। প্রায় আধাঘণ্টা ধরে চলা এই ঝড় ও শিলাবৃষ্টিতে ফসলের ক্ষতি হয়। উপড়ে পড়ে বেশ কিছু গাছপালা ও ভেঙ্গে পড়েছে কাঁচা ঘরবাড়ি।
ওয়ালিয়া গ্রামের কৃষক রাকিব হোসেন জানান, তিনি এবার ৬ বিঘা জমিতে বাঙ্গি চাষ করেছেন। ইতিমধ্যে ওই জমিতে বাঙ্গি ধরতে শুরু করেছে। কিন্ত আজকের শিলাবৃষ্টিতে তার অনেক ক্ষতি হয়েছে।
আম চাষী নাজমুল হুসাইন জানান, শিলাবৃষ্টিতে তার আমের গুটির ব্যাপক ক্ষতি হয়েছে।
উপজেলা কৃষি অফিসার রফিকুল ইসলাম বলেন, ঝড় ও শিলাবৃষ্টিতে কি পরিমান ক্ষতি হয়েছে তা নিরুপণ করতে মাঠ পর্যায়ে কাজ শুরু করেছেন উপ-সহকারী কর্মকর্তারা।