নাটোর অফিস॥
সরকারি নির্দেশনা মেনে নাটোরে ছয় দিন বন্ধ থাকার পর দোকানপাট খুলেছে। শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা রাখার সরকারি নির্দেশ পাওয়ার পর দোকান মালিকরা তাদের দোকানপাট ও শপিং মল খুলেছেন। দোকান মালিকরা তাদের ব্যবসা প্রতিষ্ঠানের হাত ধোয়ার ব্যবস্থা সহ নিরাপদ দূরত্ব বজায় রাখার সকল ব্যবস্থা করেছেন। ৯ এপ্রিল সরকারের গৃহীত এমন সিদ্ধান্তকে তারা স্বাগত জানিয়েছেন। রমজানের আগে এই সিদ্ধান্তে ব্যবসায়ীসহ সকলেই উপকৃত হবে বলে মনে করছেন তারা। ব্যবসায়ীরা জানান, সরকারি সকল নির্দেশনা মেনে স্বাস্থ্যবিধি অনুসরণ করেই তারা দোকানপাট পরিচালনা করবেন। জেলা প্রশাসন এবং পুলিশের পক্ষ থেকেও মনিটরিং জোরদার করা হয়েছে যাতে সকলেই স্বাস্থ্যবিধি মেনে চলেন।