নাটোর অফিস ॥
৭১ এ মায়ের সম্ভ্রমহানী ও মা-বাবা হত্যার বিচারসহ মাকে বীরাঙ্গনা হিসাবে স্বীকৃতির দাবি জানিয়েছেন আনোয়ার হোসেন নামে নাটোরের এক ব্যক্তি। বুধবার দুপুরে নাটোর ইউনাইটেড প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন। লিখিত অভিযোগে আনোয়ার হোসেন বলেন,নাটোরের সিংড়া উপজেলার আগপাড়া গ্রামের আফসার আলী মুক্তিযুদ্ধকালীন সময়ে ছিলেন আলবদর বাহিনীর কমান্ডার। ৭১’এর জুলাই মাসে তার নেতৃত্বে এলাকার বাড়ি ঘরে লুটপাট এবং তার মা লকিরণ নেছাকে ধর্ষণ করা হয়। পরবর্তীতে মা লকিরণ এবং বাবা আজগর আলীর লাশ আলবদর নেতা আফসার আলীর বাড়িতে পাওয়া যায়। এসব ঘটনার বিচার চেয়ে মামলা করতে গেলেও নাবালক হওয়ায় মামলা নেয়া হয়নি বলে দাবি করেন আনোয়ার। অভিযুক্তরা শক্তিশালী হওয়ায় পরিবার সহ জীবনহানির শংকায় রয়েছেন বলে জানান তিনি।
এদিকে অভিযুক্ত আফসার আলীর সাথে তার মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি সাংবাদিকদের বলেন, স্বাধীনতার ৫০ বছর পর এমন মিথ্যা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত এবং হয়রানিমুলক।