আশিকুর রহমান টুটুল,লালপুর
আজ ৩০ মার্চ নাটোরের লালপুরের ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস। ১৯৭১ সালের এই দিনে উত্তরবঙ্গে সর্বপ্রথম উপজেলার ময়না গ্রামে পাকিস্তানী হানাদারবাহিনীর সাথে মুক্তি পাগল জনতা,পুলিশ, ইপিআর ও আনসার বাহিনীর সম্মুখ যুদ্ধ হয়। দু’দিন ধরে চলা যুদ্ধে পাক হানাদার বাহিনীর ২৫ রেজিমেন্টের প্রধান মেজর জেনারেল আসলাম হোসেন খান ওরফে রাজা খানসহ ৯ পাকসেনা নিহত হয়। এই ময়না যুদ্ধে প্রায় অর্ধশত বাঙ্গালি শহীদ হন। সেই থেকে দিবসটিকে ঐতিহাসিক ‘ময়না যুদ্ধ’ দিবস হিসাবে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালন করে আসছে। প্রতিবছরের মত এবারও ময়ন স্মৃতিসৌধ প্রাঙ্গনে স্থানীয়ভাবে মিলাদ মাহফিল ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে।
আজ সকালে উপজেলা আওয়ামীলীগ ময়না গ্রামের শহীদ স্মৃতি স্তম্ভে পুস্পার্ঘ নিবেদন ও নিরবতা পালন করে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে।
এছাড়া শহীদ বেদীতে শহীদদের আত্মার শান্তি কামনায় বিশষ মোনাজাতও করা হয়। এসময় উপজেলা আওয়ামীলীগ সভাপতি আফতাব হোসেন ঝুলফু,সাধারন সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান ইসাহাক আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।