নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুর উপজেলার চাপিলা ইউনিয়নের নওপাড়া এলাকায় রোববার রাত নয়টার দিকে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবলু সিকদার (৭২) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বাবলু ওই গ্রামের মৃত দুদু সিকদারের ছেলে।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বাবলু সিকদারের সাথে প্রতিবেশী আনোয়ার হোসেনের দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এনিয়ে আনোয়ার হোসেন ও বাবলু সিকদারকে ইতিপূর্বে কয়েকবার হত্যার হুমকি দিয়েছেন। রোববার রাত নয়টার দিকে বাবলু সিকদার পূর্ব নওপাড়া গ্রামের রাস্তা দিয়ে বাড়ী ফিরছিলেন। এ সময় কে বা কারা বাবলুকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। তবে ঘটনার সময় এলাকাবাসী প্রতিপক্ষ আনোয়ার হোসেনকে ঘটনাস্থল থেকে দৌড়ে পালিয়ে যেতে দেখেন এবং পুলিশকে জানায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাবলুর মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরী করে থানায় নিয়ে আসে। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে জমি সংক্রান্ত বিরোধের জেরে এই হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। নিহতের পরিবার লাশ নিয়ে ব্যস্ত থাকায় এখনো থানায় অভিযোগ দায়ের করেনি। তবে অভিযুক্ত আনোয়ারকে আটকের জন্য পুলিশি অভিযান চলছে।