নাটোর অফিস ॥
নাটোর শহরে মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না পুলিশ। করোনা সংক্রমণ পরিস্থিতির ঊর্ধ্বমুখী প্রবণতা রোধে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে শহরের প্রবেশমুখে ৩টি স্থানে চেকপোস্ট স্থাপন করছে জেলা পুলিশ। সোমবার সকাল নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া মোড়,রাজশাহী মহাসড়কের বনবেল ঘড়িয়া বাইপাস মোড় ও ঢাকা মহাসড়কের হরিশপুর বাইপাস মোড় চেকপোস্ট স্থাপন করে তল্লাশী করছে জেলা পুলিশ। এছাড়া শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে শহরের প্রবেশরত অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে তল্লাশি করে পুলিশ। এসময় যানবাহনের মাস্কবিহীন যাত্রীদের পুলিশের পক্ষ থেকে মাস্ক বিতরণ করা হয়। দুপুরে শহরের বড় হরিশপুর বাইপাস এলাকায় পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে যানবাহনে অভিযান পরিচালনা করে পুলিশ। এসময় যাদের মুখে মাস্ক নেই, তাদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়। তবে মাস্ক না থাকলে সে সব যানবাহনের বিরুদ্ধে পুলিশ সুপারের নির্দেশে মামলা দেয় ট্রাফিক বিভাগ।
পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, করোনার ঊর্ধ্বমুখী রোধে মাস্ক ছাড়া শহরে কাউকে প্রবেশ করতে দেয়া হবে না। পাশপাশি স্বাস্থ্যবিধি নিশ্চিত করা হবে। আইজিপি স্যারের নির্দেশে আমরা নাটোর জেলায় শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে অভিযান শুরু করেছি। যে সব যানবাহনে যাত্রী এবং চালকদের মুখে মাস্ক নেই, সে সব যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হচ্ছে। নাটোর বাসীকে করোনা মুক্ত রাখতে জেলা পুলিশ কঠোর ব্যবস্থা নিচ্ছে। আগামী দিনে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।