নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে কৃষি জমিতে পুকুর খননের অভিযোগে তিনটি ভেকু মেশিন জব্দ করেছে ভ্রাম্যমান আদালত। শনিবার সন্ধার পর উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জিয়াউর রহমান ওই আদালত পরিচালনা করেন।
ইউএনও জাহাঙ্গীর আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল ও কামারদহ গ্রামে কৃষি জমিতে পুকুর খনন বন্ধে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এসময় তিনটি ভেকু মেশিন জব্দ করা হলেও চালকগণ পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয় নাই। পরে মেশিন তিনটি স্থাণীয় ইউপি সদস্য ফেদৌস আলমের জিম্মায় জমা রাখা হয়। পরবর্তীতে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ইউএনও জাহাঙ্গীর আলম আরও জানান, কোন অবস্থাতেই বড়াইগ্রামের কৃষি জমিতে পুকুর খনন করতে দেয়া হবে না। একই সাথে মাটি পরিবহনের মাধ্যমে সড়ক নষ্ট করতে দেয়া হবে না। পুকুর খনন এবং সড়ক দিয়ে মাটি পরিবহন বন্ধে সার্বক্ষণিক অভিযান চালতে প্রস্তুত রয়েছে উপজেলা প্রশাসন।