নাটোর অফিস
নাটোরের লালপুরে ভূমিহীনকে উচ্ছেদ করে সরকারী খাস জমি দখল করে বাড়ি নির্মানের অভিযোগ পাওয়া গেছে প্রভাবশালীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে। এ নিয়ে গত ১৫ মার্চ লালপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ করেন ভূমিহীন রেহেনা বেগম।
অভিযোগ সূত্রে জানাগেছে, রেহেনা বেগম বিলমাড়িয়া ইউনিয়নে মৃত আব্দুল মজিদ এর স্ত্রী। তিনি দীর্ঘদিন থেকে বিলমাড়িয়া ইউনিয়নের ভূমি অফিস সংলগ্ন সরকারি খাস জমিতে একটি ছাপড়া ঘর তৈরী করে বসবাস করেন। হঠাৎ স্থানীয় প্রভাবশালী আফু মোল্লার ছেলে আসাদ মোল্লা এবং দুলাল মোল্লার ছেলে খতিব মোল্লা রেহেনা বেগমকে তার তৈরী ঘর-বাড়ি উচ্ছেদসহ জোরপূর্বক তারা ঘর নির্র্মানের চেষ্টা করছে। ইতোমধ্যেই তারা পাকা ঘর নির্মান শুরু করেছে। ঘরবাড়ী সরিয়ে না নিলে মারপিটের জন্য হুমকি দিলে রেহেনা বেগম সুবিচার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
এবিষয়ে স্থানীয় বিলমাড়িয়া ইউনিয়ন ভূমি অফিসের সহকারি ভূমি কর্মকর্তা আবু সাইদ মিয়া জানান, ‘তিনি বিষয়টি শুনেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য উর্ধতন কর্তৃপক্ষকে জানাবেন।’
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাম্মি আক্তার জানান,‘এবিষয়ে তিনি কোন লিখিত অভিযোগ পাননি। অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।
লালপুর উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বানীন দ্যুতি বলেন,‘লিখিত অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।