নাটোর অফিস ॥
সুনামগঞ্জের শাল্লা উপজেলার হিন্দু গ্রামের ৮৮ টি বাড়ি ও ৫টি মন্দিরে হামলা,ভাংচুর ও লুপাটের ঘটনার প্রতিবাদে নাটোরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। শুক্রবার সকালে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট ও অঙ্গসংগঠনের ব্যানারে এই মানববন্ধন কর্মসুচী পালন করা হয়।
মানববন্ধন কর্মসুচী চলাকালে বক্তৃতা করেন নাটোর জাতীয় হিন্দু মহাজোটের সদস্য সচিব দেবাশীষ কুমার সরকার,রাজশাহী বিভাগীয় কমিটির সদস্য সুভাষ সরকার, সদর উপজেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি চন্দন কুমার নাগ প্রমুখ। বক্তারা, ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালে বিচার দাবী করেন।