নাটোর অফিস
নাটোরের লালপুরে কয়েলের আগুনে ফজুল রহমান নামে এক কৃষকের গোয়ল ঘরে থাকা একটি ষাঢ় গরু ও একটি ছাগল পুড়ে মারা গেছে। এতে ওই কৃষকের প্রায় ৩ লাখ টাকা ক্ষতি হয়েছে বলে দাবি করেছে ক্ষতিগ্রস্ত কৃষক। রোববার ভোর রাতে লালপুর উপজেলার এবি ইউনিয়নের সাকইল গ্রামে এই আগ্নিকান্ডের ঘটনা ঘটে।
ফায়র সার্ভিস ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গতরাতে কৃষক ফজলু রহমান তার বাড়ির গোয়াল ঘরে কয়েল জ্বালিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েন। ভোর চারটার দিকে ঘুম ভেঙ্গে গেলে গোয়ল ঘরে আগুন দেখতে পান। পরে স্থানীয়রা ৯৯৯ নম্বারে এ ফোন করলে লালপুর ফায়ার সার্র্ভিস কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় গোয়াল ঘরে থাকা একটি ষাঢ় গরু ও একটি ছাগল অগ্নিদগ্ধ হয়ে মারা যায়।’
কৃষক ফজলু রহমান জানান, ‘এই ষাঢ় গরু ও ছাগলই তার একমাত্র সম্বল ছিলো। আগুনে তার সব শেষ হয়ে গেছে।’
এবি ইউপি চেয়াম্যান আব্দুস সাত্তার ঘটনার সত্যতা নিশ্চিত করেন।