বড়াইগ্রামঃ নাটোরের বড়াইগ্রামে জয়দেব সরকার (২৫) নামে এক মুদি ব্যবসায়ী দুইদিন ধরে নিখোঁজ রয়েছেন। জয়দেব উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামের গৌরচন্দ্র সরকারের ছেলে এবং বনপাড়া বাজারের মুদি ব্যবসায়ি। এ ঘটনায় বড়াইগ্রাম থানায় বুধবার রাতে জয়দেবের বড় ভাই অধির চন্দ্র সরকার একটি সাধারণ ডায়রি করেছেন।
অধির সরকার জানান, জয়দেব সরকার বুধবার সকালে দোকানের মালামাল ক্রয়ের জন্য ১ লাখ টাকা নিয়ে বাসে উঠে বগুড়ার উদ্দেশ্যে রওনা হয়। এরপর সন্ধায় সে ফিরে না আসলে তার খোঁজ শুরু হয়। তার ব্যবহুত মোবাইল ফোনে (০১৭৯৮৭৯৫৫১৯) ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। পরে বগুড়ার মহাজনকে ফোন করলে তিনি জানান জয়দেব সেখানে যান নাই। এরপর জয়দেবকে বিভিন্ন স্থানে খোঁজ করেও আর পাওয়া যাচ্ছে না। বিষয়টি নিয়ে পরিবারের সবাই চরম উৎকন্ঠায় রয়েছেন বলেও জানান অধির।
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার দাস জিডির সত্যতা নিশ্চিত করে জানান, জয়দেবকে অনুসন্ধানের জন্য সকল থানায় জানানো হয়েছে। তার পরিবারের সদস্যদেরকে এ বিষয়ে সম্ভব্য স্থানে খোঁজ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।