নাটোর অফিস ॥
নাটোরে জেলা আইনজীবী সমিতির কার্যনিবাহী কমিটির নির্বাচনে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ নিরঙ্কুস বিজয় অর্জন করেছে। সমিতির কার্যনির্বাহী পরিষদের ১১ টি পদের মধ্যে সভাপতি ও সাধারন সম্পাদকসহ ৮ টি পদেই বিজয় অর্জন করেছে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থীরা। অপর তিনটি পদে আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা জয়ী হয়েছেন। গত বুধবার অনুষ্ঠিত নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের প্রার্থী রুহুল আমিন তালুকদার টগর সভাপতি, শরিফুল হক মুক্তা সাধারণ সম্পাদক , এস এম লুৎফর রহমান রাব্বানী জুনিয়র সহসভাপতি,শহীদ মাহমুদ মিঠু যুগ্ম সম্পাদক,মোস্তাফিজুর রহমান রিপন কোষাধ্যক্ষ, আরিফুল ইসলাম(ললপুর) নিরীক্ষণ সম্পাদক, রোকুনুজ্জামান খান মামুন সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং মোছাঃ দিনাই তাছরিন মহিলা সম্পাদিকা পদে নির্বাচিত হন।। অপরদিকে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী এসএম নাজমুল ইসলাম সিনিয়র সহ সভাপতি ,আক্তার হোসেন পাঠাগার এবং হাফিজুর রহমান আপ্যায়ন,ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী হন। জেলা আইনজীবি সমিতির নির্বাচনে এবারও বরাবরের মত সভাপতি ও সাধারন সম্পাদক সহ ১১ টি পদে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ ও আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে দুটি প্যানেলে ২২ জন প্রার্থী নির্বাচনে অংশ নেন। আওয়ামীলীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে আবু আহসান টগর – আনোয়ার পারভেজ এবং বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ব্যানারে রুহুল আমিন তালুকদার টগর- শরীফুল হক মুক্তা পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৮২ জন ভোটারে মদ্যে ২৬৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেন।
ভোট গগনা শেষে সভাপতি পদে ঐক্য পরিষদের রুহুল আমিন তালুকদার টগর পেয়েছেন ২৩৬ ভোট। প্রতিদ্বন্দ্বি আইনজীবি সমন্বয় পরিষদের আবু আহসান টগর পেয়েছেন ১২৮ ভোট। সাধারণ সম্পাদক পদে শরিফুল হক মুক্তা পেয়েছেন ১৩৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বি আনোয়ারুল ইসলাম পারভেজ পেয়েছেন ১২৯ ভোট। সিনিয়র সহ সভাপতি পদে বিজয়ী আইনজীবি সমন্বয় পরিষদের এসএম নাজমুল ইসলাম পেয়েছেন ১৪৩ ভোট । তার প্রতিদ্বন্দ্বি ঐক্য পরিষদের শহিদুল ইসলাম নোমান পেয়েছেন ১১৪ ভোট। জুনিয়র সহসভাপতি পদে ঐক্যপরিষদের লুৎফর রহমান রাব্বানী পেয়েছেন ১৪১ ভোট। প্রতিদ্বন্দ্বি সমন্বয় পরিষদের আব্দুস সালাম শান্ত ১১৯ ভোট। যুগ্ম সাধারণ সম্পাদক পদে ঐক্য পরিষদের শহীদ মাহমুদ মিঠু পেয়েছেন ১৩৯ ভোট। প্রতিদ্বন্দ্বি সমন্বয় পরিষদের জাহাঙ্গীর হোসেন সাজু পেয়েছেন ১২৬ ভোট। কোষাধ্যক্ষ পদে ঐক্য পরিষদের মোস্তাফিজুর রহমান রোকন পেয়েছেন ১৫১ ভোট। তার প্রতিদ্বন্দ্বি সমন্বয় পরিষদের গোলাম সারোয়ার স্বপন পেয়েছেন ১১৫ ভোট। পাঠাগার সম্পাদক পদে সমন্বয় পরিষদের আক্তার হোসেন পেয়েছেন ১৩৯ ভোট। তার প্রতিদ্বন্দ্বি ঐক্য পরিষদের সাইদুল ইসলাম পেয়েছেন ১১৯ ভোট। নিরীক্ষণ সম্পাদক পদে ঐক্য পরিষদের আরিফুল ইসলাম (লালপুর) ১৪৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার প্রতিদ্বন্দ্বি সমন্বয় পরিষদের সাধান কুমার দাস পেয়েছেন ১২০ ভোট। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে বিজয়ী ঐক্য পরিষদের রোকনুজ্জামান খান মামুন পেয়েছেন সর্বোচ্চ ১৫৪ ভোট। তার প্রতিদ্বন্দ্বি সমন্বয় পরিষদের ভাস্কর কুমার বাগচী পেয়েছেন ১০৫ ভোট। আপ্যায়ন ,ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে বিজয়ী সমন্বয় পরিষদের হাফিজুর রহমান পেয়েছেন ১৩৭ ভোট। তার প্রতিদ্বন্দ্বি ঐক্য পরিষদের মেহেদী হাসান প্রিন্স পেয়েছেন ১২৩ ভোট এবং মহিলা সম্পাদিকা পদে বিজয়ী ঐক্য পরিষদের মোছাঃ দিনাই তাছরীন পেয়েছেন ১৩১ ভোট। তার প্রতিদ্বন্দ্বি সমন্বয় পরিষদের মোঃ আঞ্জুয়ারা পারভিন রত্না পেয়েছেন ১২৮ ভোট।