নাটোর অফিস॥
নাটোরের গুরুদাসপুরে ঝড়ে পড়া ও সুবিধা বঞ্চিত ৮ থেকে ১৪ বছর বয়সি শিশু শিক্ষার্থীদের শিখন পদ্ধতির মাধ্যমে স্কুলগামী করতে এডুকেশন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রতিটি স্কুলে ৩০জন করে ৭০টি স্কুলে ২ হাজার ১’শ জন শিক্ষার্থী ওই শিক্ষার সুযোগ পাবে। উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সহযোগিতায় পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি সিংড়া এই কর্মশালার আয়োজন করে।।
মঙ্গলবার উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কর্মসূচির উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তমাল হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ ও মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আক্তার, উপজেলা শিক্ষা কর্মকর্তা খ ম জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সহকারি পরিচালক মোহা. জালালুম বাঈদ। প্রবন্ধ পাঠ করেন প্রকল্প পরিচালক ডেইজী আহম্মেদ ও সঞ্চালনা করেন প্রকল্প প্রধান জিএম রুহুল আমীন। কর্মশালায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক ও সুশিল সমাজের মানুষ উপস্থিত ছিলেন।