– লেখক-মাহাবুবুর রহমান
একুশ তুমি বাংলার আকাশে,
শহীদের রক্ত বৃষ্টি।
একুশ তুমি করেছো বাংলায়,
এক রক্তনদীর সৃষ্টি।
একুশ তুমি নিরীহ বাঙালির,
চেতনার এক নাম।
একুশ তুমি লাখো বাঙালির,
ঘুচিয়েছো বদনাম।
একুশ তুমি সাহসী বাঙালির,
মুক্তির প্রেরণা।
একুশ তুমি রক্তের দামে,
স্বাধীনতার সূচনা।
একুশ তুমি নৈরাজ্য আর,
শ্বসনের প্রতিকার।
একুশ তুমি বাঙালির এক,
বেদনারোধ চিৎকার।
একুশ তুমি বাংলা মায়ের,
মনমাতানো হাসি।
একুশ তুমি বাঙালির মনে,
রেখে যাওয়া খুসি।
একুশ তুমি রক্তে লেখা,
বাংলার স্মৃতি কথা।
একুশ তুমি বাঙালির মনে,
ভাই হারানোর ব্যাথা।
একুশ তুমি বাংলার গান,
বাঙালি মনের আশা।
একুশ তুমি উপহার মোদের,
দিয়েছো মাতৃভাষা।
একুশ তুমি ভাষার মান,
বাড়িয়েছো জন মনে।
একুশ তুমি শ্বয্যের বীজ,
বুনেছো বাঙালি মনে।
একুশ তুমি শত্রু দমনে,
বাঙালির মনোশক্তি।
একুশ তুমি সাহস বাঙালির,
তাই পেয়েছি মুক্তি।