নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা শীর্ষক প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের নগদ অর্থ সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়। শনিবার সকালে সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি প্রধান অতিথি হিসেবে ৩৮৮ জন শিক্ষার্থীদের হাতে অনুদানের অর্থ ও উপকরণ তুলে দেন।
উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিতরণী অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন প্রমুখ।
এর আগে প্রধান অতিথিসহ বিশেষ অতিথিগণ সমতল ভূমিতে বসবাসরত ক্ষুদ্র-নৃতাত্বিক জনগোষ্ঠির সামাজিক ও জীবন মান্নোয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগি ১৫জনকে ক্রসব্রীড বকনা গাভী বিতরণ করেন। উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতালের পক্ষে ভারপ্রাপ্ত প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. উজ্জ¦ল কুমার কুন্ডু এর আয়োজন করে।