নাটোর অফিস॥
বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদী নাটোরেরর গুরুদাসপুরের তিন জনকে সম্মাননা দিয়েছে সমকাল সুহৃদ সমাবেশ। শুক্রবার বিকেলে শহরের নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ে সমকাল আয়োজিত জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব শেষে এই সম্মাননা দেওয়া হয়। অধ্যাপক আলক মৈত্রের সভাপতিত্বে সমকাল-বিএফএফ বিজ্ঞান বিতর্ক উৎসবে াংশ নেয়া প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ এবং ওই তিনজনকে সম্মাননা স্মারক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ শাহরিয়াজ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার লিটন কুমার সাহা।
নিশাত তামান্নার সঞ্চলনায় অন্যানের মধ্যে বক্তৃতা করেন অতিরিক্ত পুলিশ সুপার তারিক জুবায়ের, নববিধান বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক বিমান গোবিন্দ সরকার, গুরুদাসপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা তরিকুল ইসলাম, ইউনাইটেড প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বুলবুল আহমেদ, বাংলা টিভি নাটোর প্রতিনিধি মেহেদী হাসান বাবু, নাটোর কন্ঠের প্রকাশক মাহাবুব খন্দকার, সমকাল প্রতিনিধি আশরাফুল ইসলাম, সুহৃদ সমাবেশের সদস্য সচিব মাহাতাব আলী।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অধ্যাপক অলোক মৈত্র,খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজের প্রবাষক আতিকুর রহমান মৃধা, বনপাড়া সেন্ট জোসেফ স্কুল এন্ড কলেজের প্রভাষক আসাদুজ্জামান, খলিশাডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আনম ফরিদুজ্জামান, প্রভাষক মাহবুবুল ইসলামসহ ৮ স্কুলের শিক্ষক বৃন্দ। প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী প্রবীর কুমার বর্মন, নির্মল কর্মকার ও অশোক পালকে উত্তরিয় পড়িয়ে এবং সম্মাননা স্মারক ক্রেষ্ট সহ বিভিন্ন উপহার তুলে দেন। এসময় বিপুল করতালি দিয়ে ওই তিনজনকে সম্মান জানান সমকাল-বিএফএফ বিজ্ঞান বিতর্ক উৎসবে অংশ নেয়া বিভিন্ন স্কুলের ক্ষদে শিক্ষার্থীরা।