নাটোর অফিস ॥
নাটোরের নলডাঙ্গায় নকল কীটনাশক বিক্রির দায়ে তৌহিদুল ইসলাম নামে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। দন্ডপ্রাপ্ত তৌহিদুল ইসলাম নলডাঙ্গা বাজারের মেসার্স কৃষি সেবা কেন্দ্র নামের কৃষি উপকরণ বিক্রয় প্রতিষ্ঠানের সত্বাধিকারী। আজ মঙ্গলবার বিকেলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন এই জরিমানা করেন।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয় কয়েকজন কৃষকের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার উল্লেখিত দোকানে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায় এবং নকল কীটনাশক হাতে নাতে ধরা হয়। কৃষকদের অভিযোগ ,তারা তাদের পেয়াঁজের জমিতে পোকা দমনের জন্য নলডাঙ্গা বাজারের মেসার্স কৃষি সেবা কেন্দ্র থেকে ম্যাকডোনাল্ড কোম্পানির নামে সানটাপ কীটনাশক কিনেনিয়ে যায়। কিন্তু জমিতে কয়েক দফা কীটনাশক ছিটিয়েও কোন কাজ হয়না। ফলে তারা উপজেলা কৃষি অফিসে অভিযোগ করেন। ওই অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার অভিযুক্ত দোকানে গিয়ে ম্যাকডোনাল্ড কোম্পানির নামে নকল সানটাপ কীটনাশক বিক্রয় করার সময় দোকান মালিককে ধরা হয়। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া এবিষয়ে সতর্কও করা হয় দোকান মালিককে। াভিযানের সময় উপজেলা কৃষি কর্মকর্তা ফৌজিয়া ফেরদৌস উপস্থিত ছিলেন।