নাটোর অফিস॥
নাটোরে করোনা ভ্যাকসিনের টিকা নিয়েছেন পৌর মেয়র উমা চৌধুরী জলি। আজ বৃহস্পতিবার সকালে সদর হাসপাতালের ২ নং বুথে গিয়ে তিনি টিকা নেন। এসময় শহরের ২ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি সুজিত কুমার সরকার ও তাঁর স্ত্রী মেয়রের সাথে ছিলেন। সুজিত সরকার ও তার স্ত্রীও করোনা ভ্যাকসিনের টিকা নেন। টিকা নেওয়ার পর পৌর মেয়র উমা চৌধুরী বলেন, বিনা পয়সায় এবং খুব সহজে টিকা নিতে পেরে তিনি আনন্দিত। এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে তারঁ দীর্ঘায়ু কামনা করেন তিনি। টিকা নেওয়ার পর তার কোন পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি বলে বলেন। একই সাথে তিনি গুজব রটনাকারীদেরও টিকা নেওয়ার আহ্বান জানান।
এদিকে দিন যত যাচ্ছে নাটোরে করোনা ভ্যাকসিন টিকা নেওয়ার জন্য নারী-পুরুষসহ সব শ্রেণীর মানুষের ভির বেড়ে যাচ্ছে। প্রতিদিনই ভির বাড়ার কারনে সদর হাসপাতালে বুথের সংখ্যা বাড়ানো হয়েছে। এছাড়া জেলা পুলিশ লাইনেও আজ বৃহস্পতিবার থেকে একটি বুথ চালু করা হয়েছে। পঞ্চম দিনে আজ সকাল থেকে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। এসব বুথে উৎসব মুখর পরিবেশে সব শ্রেণীর মানুষ করোনা ভ্যাকসিন টিকা নিচ্ছেন। এছাড়া ব্যবসায়ীসহ সব শ্রেণীর মানুষ সকাল থেকে সদর হাসপাতাল কেন্দ্রগুলোতে টিকা নিতে ভির করেন। খুব সহজে টিকা নেওয়ার ব্যবস্থা করায় পৌর মেয়র সহ সাধারন মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবান জানিয়েছেন।
সিভির সার্জন ডাঃ কাজী মিজানুল রহমান জানান, গত চার দিনে জেলায় ৩ হাজার ৪শ মানুষ টিকা নিয়েছেন।