নাটোর অফিস॥
নাটোরের বড়াইগ্রামে মহাসড়ক সংলগ্ন রসুন ক্ষেতে রুই মাছের ছড়াছড়ি। তবে প্রকৃতির নিয়মে রসুন ক্ষেতে এই রুই মাছের প্রজনন বা উৎপাদন হয়নি। মাছবাহি একটি ট্রাক উল্টে গেলে ট্রাকের সব মাছ মহাসড়ক সংলগ্ন রসুন ক্ষেতে ছড়িয়ে পড়ে। গতরাতে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে বড়াইগ্রাম উপজেলার থানা মোড় এলাকায় ওই মাছবাহি ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এসময় আহত হন ট্রাক চালক জনি আকতার (৩৪) ও হেলপার আবুল হোসেন (২৮)।
বনপাড়া হাইওয়ে থানার ওসি খন্দকার শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তৌফিকুল ইসলাম নামে এক মাছ ব্যবসায়ী রাজশাহীর আম চত্বর এলাকা থেকে প্রায় ৩ লাখ টাকার রুই মাছ ট্রাকবোঝাই করে ঢাকায় যাচ্ছিল। পথে বনপাড়া -হাটিকুমরুল মহাড়কের বড়াইগ্রাম তানা মোড় এলাকায় মাছ বোঝাই ট্রাকটি নিয়ন্ত্রন হারিয়ে উল্টে যায়। এসময় ট্রাক বোঝাই জ্যান্ত রুই মাছ ছড়িয়ে পড়ে মহাসড়ক সংলগ্ন রসুন ক্ষেতে।